দারুননাজাত সিদ্দীকিয়া আইডিয়াল মাদরাসা ( অফিসিয়ালি মাদরাসা-ই সিদ্দীকিয়া) কুমিল্লা জেলাধীন নাঙ্গলকোট পৌরসভার সরকারি হাসপাতাল ২০২০ সালের জুন মাসের২৯ তারিখ জনাব হাজ্বী মুহাম্মদ সুরুজ মিয়া ও হাফেজ মাও, সাইফুল ইসলাম ও হাফেজ মাও শাহিন আলম কে নিয়ে পরামর্শ করে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্দ্যগ প্রকাশ করে ৷ তার পরিপেক্ষিতে জনাব দুলাল মিয়ার ঐকান্তিক সহযোগিতায় ব্যবসায়ী আব্দুল মালেক মানিকের পরামর্শক্রমে এলানিয়ার জামাল সাহেবের বাড়িতে একটি মাদরাসা করার সিদ্ধান্ত হয়৷ নানা প্রতিকুলতার পরে বাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয় এবং ভাড়া নেয়া হয় ১ , ২ ও ৩ তলা ৷ শুরু হয় মাদরাসার কার্যক্রম প্রথমত শুধু হিফজ খানার কথা থাকলেও পরবর্তীতে নূরানী চতুর্থ শ্রেনি পর্যন্ত চালু করার সিদ্ধান্ত হয় ৷ শুরু হয় প্রচারনার কাজ ও মাদরাসা গোচানোর কার্যক্রম ৷ সে অনুযায়ি উদ্বোধন অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয় ২১ডিসেম্বর২০২০ রোজ সোমবার সকাল ১০ঘটিকায় ৷ ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম চালু হলো৷ প্রায় ৩৫জন ছাত্রছাত্রী ভর্তি হলো৷ যথানিয়মে ক্লাস চালু হলো ২-১-২০২১ রোজ শনিবার ৷ পরবর্তিতে আল্লাহর অশেষ মেহেরবানিতে মুফতি ইয়াসিন সাহেব পরামর্শ দিলো পঞ্চম শ্রেনির ক্লাস চালু করতে ৷ তার পরামর্শ ক্রমে পঞ্চম শ্রেণির ক্লাস চালু করা হয়৷ পাঁচ জন ছাত্রছাত্রীও ভর্তি হয় ৷ সুন্দর ভাবে চলছে৷ হঠাৎ দেশব্যাপি লকডাউন পড়লো , হিফজের ক্লাস চালু রেখে বাকিগুলো বন্ধকরে দেওয়া হয়৷ রমযানের পর যথা-নিয়মে ক্লাস চালু করা হয়৷ হাফেজ ছাত্রদের জন্য খুসুসি জামাত চালু করা, সেখানেও প্রায় ৫জন হাফেজ সাহেব ভর্তি হলো ৷ ২০২২সালে অস্টম শ্রেনির ক্লাস চালু করা হয়৷ অদ্যবদি পর্যন্ত সুন্দর ও সুশৃংখল ভাবে ক্লাস চলছে, পর্যায় ক্রমে দাখিল , আলিমের ক্লাস চালু হবে ইনশাআল্লাহ ৷